শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

আন্তঃ বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন সংক্রান্ত সংবাদ বিজ্ঞ

১০ ডিসেম্বর, ২০১৫
সংবাদ বিজ্ঞপ্তি
আন্তঃ বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে ৬ থেকে ৮ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতায় ছাত্রীদের ইভেন্টে ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং উক্ত ইভেন্টে ১২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্ররা ৩য় স্থান অধিকার করে।
অর্জিত এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ অফিসে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, মোল্লা মাহফুজ আল-হোসেন, উপ-পরিচালক, মোঃ নুরুজ্জামান খান, শারীরিক শিক্ষা দফতরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশন দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন